অনুশীলন ক্যাম্পে আফগানদের পণ!


নিউজ ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৪:৩৭ পিএম
অনুশীলন ক্যাম্পে আফগানদের পণ!

বাংলাদেশ সফরে অপরাজেয় থাকতে চায় আফগানিস্তান। টেস্টের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে এটিই তাদের মূল লক্ষ্য। কিছু দিন আগে দুবাইয়ে অনুশীলন ক্যাম্পে এ পণ করেন আফগানরা। দলটির তরুণ স্পিনার মুজিব-উর রহমান এ খবর দিয়েছেন।

নিজেদের লক্ষ্যের দিকে দুরন্তগতিতে ছুটছে আফগানিস্তান। একমাত্র টেস্টে বাংলাদেশকে নাস্তানাবুদ করেছে তারা। স্বাগতিকদের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট জয়ের পর ঢাকাতেও উড়ছে রশিদ বাহিনী। ওভাই তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে খেলা দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে তারা।

রোববার টাইগারদের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মুজিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ম্যাচ শেষে স্পিন বিস্ময় বলেন, অনুশীলন ক্যাম্পে আমরা একটা লক্ষ্য স্থির করেছিলাম, আর তা হলো অপরাজিত থেকে সফরটি শেষ করা। বাংলাদেশ ও জিম্বাবুয়ে ভালো দল। তাদের বিপক্ষে জয় পাওয়া অবশ্যই বিশেষ কিছু।

জয়ের নেপথ্য জানিয়ে তিনি বলেন, আমরা ক্রিকেট উপভোগ করি। একে অন্যকে সহায়তা করি। এ উদ্দীপনাই আমাদের জয়ের কাছে নিয়ে যায়। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়।

গো নিউজ২৪/আই

খেলা বিভাগের আরো খবর