ইমরান-বোর্ডারের পাশে রশিদ খান


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০২:৫৭ পিএম
ইমরান-বোর্ডারের পাশে রশিদ খান

ছোট দেশের বড় তারকা রশিদ খান। আন্তর্জাতিক ক্রিকেটে পা দেওয়ার পর থেকেই একে একে ভাঙছেন রথী-মহারথীদের দুর্দান্ত সব রেকর্ড। সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টেও গড়েন জোড়া রেকর্ড। 

বাংলাদেশের বিপক্ষে সফরের একমাত্র টেস্টে ব্যাট হাতে (৫১ ও ২৪) ৭৫ রান সংগ্রহের পাশাপাশি ১১ উইকেট শিকারের কৃতিত্ব গড়েন রশিদ খান। ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।

রশিদ খানের আগে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান ও অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যালান বোর্ডার ব্যাট হাতে ফিফটির ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ১০ উইকেট বা তার বেশি উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন।

বাংলাদেশের বিপক্ষে সদ্যশেষ হওয়া চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলে ১১ উইকেট শিকার করেছেন রশিদ খান। তবে এক টেস্টে সর্বোচ্চ ১৯ উইকেট শিকারের ইতিহাস গড়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি অফ স্পিনার জিম লাকার।

এছাড়া সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হিসাবেও রেকর্ডটি তার দখলে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবুকে পেছনে ফেলে এই রেকর্ড অর্জন করেন রশিদ।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর