শাস্ত্রীর বেতন বাড়ছে ২০ শতাংশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০১:৫৫ পিএম
শাস্ত্রীর বেতন বাড়ছে ২০ শতাংশ

নতুন চুক্তিতে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর বেতন ২০ শতাংশ বাড়তে চলেছে। সদ্য হেড কোচ হিসেবে তাঁর সঙ্গে দ্বিতীয় দফায় দুই বছরের চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। 

মুম্বাই মিররের খবর অনুযায়ী,  ৫৭ বছরের প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান এই অধ্যায়ে বছরে পেতে চলেছেন প্রায় ১০ কোটি টাকা। আগে তিনি পেতেন আট কোটি। এ বার সেটা বেড়ে ৯.৫ থেকে ১০ কোটিতে গিয়ে দাঁড়াবে। দেশের মাটিতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচের দায়িত্বে থাকবেন তিনি। 

খবরে আরোও বলা হয়েছে, তাঁর সঙ্গে সঙ্গে বাকি সাপোর্ট স্টাফদেরও বেতন বাড়ানো হবে। বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের বেতন বছরে প্রায় ৩.৫ কোটি টাকা হবে। আর নবাগত ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর পাবেন ২.৫ কোটি থেকে তিন কোটির কাছাকাছি। 

জানা গেছে, জাতীয় দলের সঙ্গে এই নিয়ে চতুর্থবার তিনি চুক্তিবদ্ধ হলেন। এর আগে ২০০৭ সালে বাংলাদেশ সফরে দলের সঙ্গে টিম ম্যানেজার হয়ে গিয়েছিলেন তিনি। এছাড়া ২০১৪-২-১৬ পর্যন্ত তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর। আর ২০১৭-২০১৯ পর্যন্ত দলের কোচ ছিলেন। 

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর