আবারও বেরসিক বৃষ্টি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০২:৩০ পিএম
আবারও বেরসিক বৃষ্টি

সকাল থেকে আফগানিস্তানের প্রার্থনায় ছিল, কান্না ছেড়ে হাসুক চট্টগ্রামের আকাশ। তাই-ই হয়েছে। তবে সেটা কিঞ্চিত সময়ের জন্য। সকাল জুড়ে অনবরত কাঁদতে থাকা আকাশের মুখে হাসি দেখা গেলেও কেবল তের বল পরই বাগড়া দেয় বৃষ্টি।

চতুর্থ দিনে ছয় উইকেট হারানো বাংলাদেশকে আজ সারাদিনই ব্যাট করতে হতো অবশিষ্ট থাকা চার উইকেট হাতে নিয়ে। অথচ গতরাত থেকে বৃষ্টির দৃশ্যপট বলে দিচ্ছে তারা কতটা পরম বন্ধু বাংলাদেশের। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছিল। পিচ থেকেও কভার সরিয়ে নেওয়া হয়েছিল। মাঠে নেমে সাকিব-সৌম্য তেরো বল খেলতে না খেলতেই আবারও বেরসিকের মতো চলে এসেছে বৃষ্টি।

কথা ছিল, দুপুর একটা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত হবে দ্বিতীয় সেশন, বিশ মিনিট চা পানের বিরতির পর আবারও মাঠে নামবে দুই দল। সাড়ে তিনটা থেকে শুরু করে সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে তৃতীয় সেশন। তবে এই সময়সূচি অনুসরণ করা হবে তখনই, যদি আর বৃষ্টি না নামে। কিন্তু এখন বৃষ্টি আসার কারণে আবারও সে পরিকল্পনায় রদবদল আসতে পারে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর