আকাশের কান্না দেখে রশিদের মন খারাপ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ১২:১৪ পিএম
আকাশের কান্না দেখে রশিদের মন খারাপ

সেই রাত থেকেই গোমড়ামুখে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামের আকাশ। অন্ধকারাচ্ছন্ন আকাশের এমন কান্না দেখে মন খারাপ রশিদ খানদেরও। কারণ, হাতের মুঠোয় থাকা জয় ফসকে যাচ্ছে তাদের। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় জয়ের সান্নিধ্য, তাও সাকিবদের ঘরের মাঠে তাদেরই বিপক্ষে। 

সবশেষ তথ্যমতে, এখনো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। বৃষ্টির গতিক ও পিচের অবস্থা দেখে সন্দেহ করা হচ্ছে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। যদিও জয়ের আশায় সকাল সকাল আফগানিস্তান মাঠে চলে এলেও বৃষ্টি দেখে বাংলাদেশ দল হোটেল থেকে মাঠে এসেছে গদাই-লস্করি চালে। 

আজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬২ রান। হাতে অবশিষ্ট ৪ উইকেট। এই অবস্থা থেকে  উপরে যেতে কেবল ইতিহাস গড়তে হবে সাকিবদের। তাছাড়া টেলার এন্ডে ভালো কোন ব্যাটসম্যানও নাই। তাই তো, জয়ের জন্য কেবল আল্লাহ’র ইচ্ছা এবং বৃষ্টির দিকে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় নেই বলে আগেই জানিয়ে রেখেছেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। চতুর্থদিন শেষে তার বক্তব্য অনেকে মজা হিসেবে নিলেও পঞ্চম দিনে এসে মনে হচ্ছে তার কথা বাস্তবে ফলতে যাচ্ছে।

চতুর্থ দিন শেষে

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২ ও ২য় ইনিংস: ২৬০

বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫ ও ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৮) ৪৪.২ ওভারে ১৩৬/৬ (সাকিব ৩৯*, সৌম্য ০*)।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর