মুশফিকের এমন ভুল আর কত দিন?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ১১:৫১ এএম
মুশফিকের এমন ভুল আর কত দিন?

চতুর্থ দিনের শুরুতে সাকিবের ওভারের পঞ্চম বল পয়েন্ট অঞ্চলে খেলেই রানের জন্য পড়িমরি করে ছুটেছিলেন আফসার জাজাই। অন্যপ্রান্ত থেকে সাড়া দেন ইয়ামিন আহমদজাই। কিন্তু পয়েন্ট থেকে ফিল্ডারের দ্রুতগতির থ্রো তৈরি করে রানআউটের সুবর্ণ সুযোগ। অথচ এক যুগ সময়ের বেশি অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিম কিনা সুযোগটা দুহাতে ফেলে দিলেন!

থ্রো আসার আগেই স্টাম্পের সামনে গিয়ে দাঁড়ানো, মুশফিকের এই অভ্যাস বেশ পুরোনো। যাতে সরাসরি থ্রোতে আউট হওয়া তো দূরের কথা বরং জীবন পেয়ে নতুন উদ্যমে চলা শুরু করেন ব্যাটসম্যানরা। আর স্কোরবোর্ডেও জমা করেন এক রান। অথচ মাঝপথে একটি উইকেট যে কতটা গুরুত্ববহ হয়ে থাকে তা গেল বিশ্বকাপে টের পেয়েছে বাংলাদেশ।

দ্বাদশ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কেন উইলিয়ামসনের ক্ষেত্রেও প্রায় একই ভুল করেছিলেন মুশফিক। তামিম ইকবালের থ্রো সরাসরি স্টাম্পে লাগার সম্ভাবনা ছিল। কিন্তু মুশফিক বলটা ধরেছিলেন স্টাম্পের সামনে দুহাত বাড়িয়ে। পেছন থেকে ধরলেও উইলিয়ামসনকে আরামসে রানআউট করতে পারতেন। কিন্তু স্টাম্পের সামনে থেকে বল ধরার চেষ্টায় তার শরীরে লেগে স্টাম্প আগেই ভেঙে যায়, আর সে যাত্রা বেঁচে যান কিউই অধিনায়ক। এরপর তো কি হয়েছে তা গোটা বিশ্ব দেখেছে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর