রূপকথার জন্ম দিলেন বিয়াঙ্কা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ১২:৩৮ পিএম
রূপকথার জন্ম দিলেন বিয়াঙ্কা

রূপকথার অকল্পনীয় গল্পগুলো মন ভালো করে দেওয়ার বড় উপলক্ষ্য। তবে কানাডার ১৯ বছরের তরুণী বিয়াঙ্কা সেই রূপকথা বাস্তবে নামালেন। টেনিসের রানী সেরেনা উইলিয়ামসনকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতে নিয়েছেন তিনি। সে সঙ্গে ২০০৬ সালে মারিয়া শারাপোভার পর এই প্রথম কোনো টিনএজ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন।

শনিবার সেরেনাকে ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে আজ ইউএস ওপেনের নতুন রানি হয়েছেন বিয়াঙ্কা আন্দ্রিস্কু। সেরেনাকে হারালেন সেরেনার নিজের উঠোনেই। ১৯ বছর বয়সী আন্দ্রিস্কুর এটা প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। পুরুষ ও নারী মিলিয়ে ইতিহাসের প্রথম কানাডিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এই তারকা। এর আগে পুরুষ এককে ২০১৬ সালে মিলোস রাওনিচ ও নারী এককে ২০১৪ সালে ইউজিন বুচার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি।

এদিকে ইউএস ওপেনের ফাইনালে জিতলে ২৪টা গ্র্যান্ড স্লাম জেতা হয়ে যেত সেরেনার। ইতিহাসে এক মার্গারেট কোর্ট ছাড়া আর কোনো টেনিস তারকার এত গ্র্যান্ড স্লাম শিরোপা নেই। কোর্টকে টপকাতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে সেরেনাকে।

বছর শুরু করেছিলেন নারী এককের র‍্যাঙ্কিংয়ে ১৭৮তম স্থানে থেকে। বছর শেষ করলেন ইউএস ওপেনের শিরোপা জিতে। মাত্র নয় মাসের ব্যবধানে কত কিছুই না হয়ে গেল!

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর