বাংলাদেশ সফরের আগে আফগান ক্রিকেটে অঘটন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০৪:২৫ পিএম
বাংলাদেশ সফরের আগে আফগান ক্রিকেটে অঘটন

ত্রিদেশীয় সিরিজ এবং একমাত্র টেস্টের লক্ষ্যে শিগগিরই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। তার আগেই দেশটির ক্রিকেট বোর্ডে ঘটেছে অঘটন। একযোগে ৪৩ কর্মী ছাঁটাই করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। এসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেটে ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বোর্ড।  

আফগান ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মতে, ছাঁটাইকৃত ৪৩ কর্মী বোর্ডে অপ্রয়োজনীয়। বোর্ডের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের প্রধান জিয়া-উল-হক জানিয়েছেন, বাজেটের ঘাটতি থাকায় কর্মীদের ছাঁটাই করা হয়েছে। কম লোকবল দিয়ে অধিক কাজ আদায়ের লক্ষ্যও রয়েছে।

তিনি যোগ করেন, বরখাস্ত কর্মীরা মাসিক এক মিলিয়ন ডলার বেতন পেতেন। বেঁচে যাওয়া অর্থ প্রযুক্তিগত ও দেশের ক্রিকেটের গঠনমূলক কাজে ব্যয় করা হবে।

এসিবির বিশ্বাস, এ সিদ্ধান্ত আফগানিস্তানের ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আনবে। উল্লেখ্য, চুক্তি বাতিল হলেও ৪৩ কর্মীর সবাই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর