যে কারণে সিপিএলে খেলা হচ্ছে না আফিফের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০২:১৩ পিএম
যে কারণে সিপিএলে খেলা হচ্ছে না আফিফের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন টাইগার ইয়াংস্টার আফিফ হোসেন ধ্রুব। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাঁধার মুখে পড়ে ভিনদেশি আসরটিতে খেলা হচ্ছে না তার। সহজ কথা, আফিফকে সিপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। দেশের ক্রিকেটে ব্যস্ত সিডিউল থাকায় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সেন্ট কিডস এন্ড নেভিস প্যাট্রিয়টসের’ হয়ে খেলা হচ্ছে না তারা।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার দেশ ছাড়ার কথা ছিল আফিফ ধ্রুবের। কিন্তু এই মুহুর্তে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত তিনি। যে কারণে তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যাপারে না করে দিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। বোর্ড চাচ্ছে দেশের জার্সিতে ভূমিকা রাখুক ধ্রুব।

যদিও গুঞ্জন উঠেছে এইচপি দলের হয়ে দুরন্ত পারফর্ম করা ধ্রুবকে দেখা যেতে পারে আসন্ন দেশীয় সিরিজে। কারণ ৩৫ দলের প্রাথমিক দলে রয়েছেন তিনি। সে সঙ্গে করছেন ভালো পারফর্ম। যে কারণে তাকে সিপিএলে খেলার ব্যাপারে না করে দিয়েছে ব্রড।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর