লিচের চশমা ব্রিটিশ মিউজিয়ামে রাখার দাবি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ১১:৫৩ এএম
লিচের চশমা ব্রিটিশ মিউজিয়ামে রাখার দাবি

রোববার স্টোকসের মহাকাব্যিক ইনিংসের জেরে নাটকীয় জয় পায় ইংল্যান্ড। পাশাপাশি জ্যাক লিচ দেখান তার অসাধারণ নৈপুণ্য। ইনিংস মাত্র একরান তুলেও ভক্তদের কাছে নায়ক বনে গেছেন তিনি। কারণ শেষ উইকেটে লিচ ওভাবে স্টোকসকে সঙ্গ না দিলে ইংল্যান্ড বহু আগেই হেরে যেত। কিন্তু সেটা হতে দেননি তিনি।

গতকাল লিডসে লিচের রান সংখ্যা মাত্র ১। বল মোকাবেলা করেছেন ১৭টি। কিন্তু তার ইনিংসটা সময়ের হিসাবে একটি সেঞ্চুরির চেয়েও মূল্যবান। আর মহামূল্যবান এই ইনিংস খেলার পথে নজরে পড়েছে লিচের দৃঢ় প্রত্যয়। প্রায় প্রতিটি বল মোকাবিলা করার আগে একবার করে চশমাটা মুছে নিচ্ছিলেন তিনি। যাতে প্যাট কামিন্সের নব্বই মাইল বেগে ধেয়ে আসা বলগুলো দেখে শুনে খেলতে পারেন! ম্যাচ শেষে লিচের এই অবদান ভুলে যায়নি ইংল্যান্ডের চশমা কোম্পানি স্পেকসেভারস। বাকি জীবন লিচকে ফ্রি চশমা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা!

মূলত ম্যাচ শেষে নায়ক স্টোকস একটা টুইটে স্পেকসেভারসকে মেনশান করে বলেছেন, ‘স্পেকসেভারস, অন্তত এই কাজটা করুন, বাকি জীবনের জন্য জ্যাক লিচকে ফ্রি চশমা দেওয়ার ব্যবস্থা করুন!’ টুইটটার জবাব দিতে দেরি করেনি স্পেকসেভারস। তারাও লিখেছে, ‘আমরা নিশ্চিত করছি, বাকি জীবনের জন্য জ্যাক লিচকে ফ্রি চশমা বিলিয়ে যাব আমরা!’

স্টোকসের পাশাপাশি লিচকে নিয়েই মেতেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। বিবিসি স্পোর্টসের সাংবাদিক ড্যান ওয়াকার লিখেছেন, ‘কেউ লিচের চশমাটা ব্রিটিশ মিউজিয়ামে রাখার ব্যবস্থা কর!’

আরেক সাংবাদিক টম ভিক্টরেরও একই মতামত। লেবার পার্টির নেতা জেরেমি করবিন লিখেছেন, ‘এটাই ইতিহাসের সেরা এক রান!' ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো লিচকে নিজের নায়কই বানিয়ে ফেললেন, ‘জ্যাক লিচ, আমার নায়ক!’

সাংবাদিক অলিভার হারবোর্ড জানিয়েছেন, ‘আগামী দশ বছর স্পেকসেভারসের প্রত্যেকটা বিজ্ঞাপনচিত্রে যদি জ্যাক লিচকে দেখা না যায় তাহলে এই পৃথিবীতে বিচার বলে কিছু নেই!

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর