ভক্তদের আরেকবার আনন্দে ভাসালেন আগুয়েরো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ১১:২৮ এএম
ভক্তদের আরেকবার আনন্দে ভাসালেন আগুয়েরো

নায়কের নাম সার্জিও আগুয়েরো। তার জোড়া গোলে রোববার ডিন কোর্টে বোর্নমুথের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে টটেনহ্যামের সঙ্গে পয়েন্ট নষ্ট করেন পেপ গার্দিওলার ফুটবলারেরা। এই জয়ে ম্যানসিটি টেবলের দু’নম্বরে উঠল আর আর্জেন্টাইন তারকা তার ফুটবল জীবনের চারশো নম্বর গোল করে ফেললেন। শুধু তাই নয়, আগুয়েরোর ইপিএলেও ১৬৮ গোল হয়ে গেল। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন ছ’নম্বরে।

এ দিন ম্যান সিটি জিতল ৩-১ গোলে। আগুয়েরো ছাড়া রাহিম স্টার্লিং গোল করলেন। বোর্নমুথের হ্যারি উইলসন একটি গোল শোধ করেন। ম্যান সিটির জয়ের দিন ধাক্কা খেল টটেনহ্যাম। তাদের ২-১ হরিয়ে দিল নিউক্যাসল। 

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্ণবিদ্বেষের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে। উলভস ম্যাচে পল পগবা পেনাল্টি নষ্ট করার পরে তাকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আক্রমণের সামনে পড়তে হয়। একই ঘটনা ঘটল শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচে মার্কাস র‌্যাশফোর্ডের পেনাল্টি শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসার পরে। পগবা অবশ্য এই ধরনের আক্রমণকে যে গুরুত্ব দিতে চান না তা অভিনবভাবে সবাইকে জানালেন সোশ্যাল মিডিয়াতেই। টুইটারে তিনি তার বাবা ফাসো আন্তোনি এবং মার্টিন লুথার কিংয়ের সামনে নিজের সন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট করে লিখলেন, ‘আমার পূর্বপুরুষ ও বাবা-মা আমাদের মুক্তি নিশ্চিত করতে, যাতে আমরা কাজ করতে পারি, বাসে যাতায়াত করতে পারি, ফুটবলটা খেলতে পারি তার জন্য  অনেক কষ্ট সহ্য করেছেন। বর্ণবিদ্বেষী অপমান আসলে এক ধরনের অজ্ঞতা। কিন্তু এ সবে আমি আরও শক্তিশালী হয়ে উঠি এবং পরবর্তী প্রজন্মের জন্য লড়াই করতে উদ্বুদ্ধ হই।’’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর