যে দুই জনের ওপর ভরসা ছিল ইংল্যান্ডের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ১০:৫৪ এএম
যে দুই জনের ওপর ভরসা ছিল ইংল্যান্ডের

বেন স্টোকসের অতিমানবীয় ব্যাটিং গুণে লিডস টেস্ট জিতেছে ইংল্যান্ড। ম্যাচটিতে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থেকে দলকে জয় এনে দেন বেন স্টোকস। নিজেও খেলেন ১৩৫ রানের অপারিজত ইনিংস। বাজে অবস্থানে থাকায় তৃতীয় টেস্টে জয় পেতে অভাবনীয় ইনিংস খেলতে হতো ইংল্যান্ডের। তবুও দলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন জো ডেনলি।

দলের অবিশ্বাস্য জয় শেষে ডেনলি বলেন, ‘ম্যাচে আমরা ভালো অবস্থানে ছিল। ড্র কিংবা হারের চিন্তা ছিল না আমাদের। শুরু থেকেই জয়ের চিন্তা করেছি। শুধু বিশ্বাসটুকু আমাদের ধরে রাখতে হতো।’

ম্যাচের চতুর্থ ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জয়ের জন্য দরকার ছিল ২০৩ রান। অধিনায়ক জো রুট (৭৫*) এবং বেন স্টোকস (২*) রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করেন। এ দুজনের ব্যাটে পরিপূর্ণ ভরসা ছিল ডেনলির।

তিনি বলেন, নতুন বলে খেলাটা আমাদের জন্য কঠিন ছিল। সেটি ভালো করে আমিও জানতাম। তবে রুট ও স্টোকসের মতো দুজন ব্যাটসম্যান ছিল আমাদের। তারা দুজনই বিশ্বমানের। রুট যখনই রান করে তা দলের জন্য স্বস্তি বয়ে আনে। তাদের ওপর আমাদের ভরসা ছিল।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর