উল্টো ম্যাচ জয়ের জন্য যাকে কৃতিত্ব দিলেন স্টোকস


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ১০:১৬ পিএম
উল্টো ম্যাচ জয়ের জন্য যাকে কৃতিত্ব দিলেন স্টোকস

লিডসে এক অনন্য অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতা দেখিয়ে ইংল্যান্ডকে জয়ের আনন্দে ভাসালেন বেন স্টোকস। তার ১৩৫ রানের অপরাজিত ইনিংসটি বিশ্ব টেস্ট ক্রিকেটে সোনার অক্ষরে লিখা থাকবে যুগ যুগ। অনুপ্রেরণা হতে পারে শতাব্দী জুড়ে আগত ক্রিকেটারদের। ক্ষণে ক্ষণে রুপ বদলানো অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে খাদের কিনারা থেকে তুলেন ইংলিশ অলরাউন্ডার। আর এ জয়ে বেশ পুলকিত তিনি।

অবিশ্বাস্য ইনিংসের পর বেন স্টোকস বলেন, ‘শেষের দিকটা বেশ চ্যালেঞ্জিং ছিল। এর চেয়ে বড় কোন চ্যালেঞ্জ হতে পারে না। সত্যিই আজকের পুরো ব্যাপারটি অবিশ্বাস্য ছিল।’

এসময় দশম উইকেটে লেচির ক্রিজে আসা এবং নিজের মনোভাব ব্যক্ত করতে গিয়ে স্টোকস বলেন, ‘যখন সে (লেচি) মাঠে আসে। তখন আমি ভেবে বসি আমাদের ঘণ্টা ফুরিয়ে গেছে। কিন্তু সে যেভাবে বলগুলো মোকাবেলা করেছে তা তার ক্যারিয়ার সেরা। শেষ মুর্হুতে যা সে করেছে তা সত্যিই অবিশ্বাস্য। এমনকি তার উদযাপনটাও অনন্য অসাধারণ ‘

প্রসঙ্গত, চতুর্থ ইনিংসের শেষ মুহুর্তে অর্থাৎ ১০ম উইকেটে লেচ যখন ২২ গজে নামে তখন ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৭৫ রান। আর এই রানের ভেতর থেকে নিজের ব্যক্তিগত সেঞ্চুরি পূরণ ছাড়াও দলকে জয় তুলে দিয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। মজার ব্যাপার হলো, এই ৭৫ রানের মধ্যে লেচ মাত্র ১ রান তুলেন।  বাকি ৭৪ রান তুলেন স্টোকস। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর