রুনির দীর্ঘ দিনের রেকর্ড ভাঙলেন রাশফোর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০১৬, ০৫:০০ এএম
রুনির দীর্ঘ দিনের রেকর্ড ভাঙলেন রাশফোর্ড

গত মাসেই ইংল্যান্ডের সবচেয়ে কমবয়সি খেলোয়াড় হিসেবে অভিষেকে গোল করার রেকর্ড গড়েছিলেন মার্কাস রাশফোর্ড। এবার ইংল্যান্ডের সবচেয়ে কমবয়সি খেলোয়াড় হিসেবে ইউরোর মূল পর্বে খেলার রেকর্ড গড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ এই ফরোয়ার্ড।

 

বৃহস্পতিবার লেঁসে ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ৭৩ মিনিটে অ্যাডাম লালনার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রাশফোর্ড। এদিন তার বয়স ১৮ বছর ২২৮ দিন।

 

ইংল্যান্ডের সবচেয়ে কমবয়সি খেলোয়াড় হিসেবে ইউরোর মূল পর্বে খেলার আগের রেকর্ডটি ছিল ওয়েনই রুনির। ২০০৪ ইউরোতে ফ্রান্সের কাছে ইংল্যান্ডের ২-১ গোলের হারের ম্যাচে রাশফোর্ডের চেয়ে চারদিন বেশি বয়সে খেলতে নেমেছিলেন রুনি।

 

গো নিউজ২৪/আ ফ ম

খেলা বিভাগের আরো খবর