আইপিএল নিয়ে জোড়া সুসংবাদ দিলেন আম্বাতী রায়ডু


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০২:৫১ পিএম
আইপিএল নিয়ে জোড়া সুসংবাদ দিলেন আম্বাতী রায়ডু

গতমাসে বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার আম্বাতী রায়ডু। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তামিলনাড়ু প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা এই ব্যাটসম্যান এবার ইঙ্গিত দিলেন ওয়ানডে ক্রিকেটে ফিরে আসার। জানিয়েছেন, আগামী মৌসুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েই মাঠে নামবেন। 

এই প্রসঙ্গে বলেন, ‘আমি পরের আইপিএলে চেন্নাইয়ের হয়েই খেলতে নামব। সাদা বলের ক্রিকেটে আমি আবারো ফিরে আসতে চাই। আপাতত আমি আমার ফিটনেসের উপর জোর দিচ্ছি।’

বিশ্বকাপ চলাকালীন শিখর ধাওয়ান চোট পাওয়ায় দলে বিজয় শঙ্করকে আনা হয়। শঙ্করও চোটের জন্য ছিটকে গেলে ঋষভ পন্থ আর ময়াঙ্ক আগরওয়ালকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু, রিজার্ভ দলে থাকলেও বিশ্বকাপের দলে ডাক পাননি রায়ডু। এর পরেই নির্বাচকদের তীব্র কটাক্ষ করে বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন। তার অবসরের পর থেকেই প্রবল জল্পনা শুরু হয় ক্রিকেট মহলে। 

আচমকা অবসর নিয়ে বলতে গিয়ে রায়ডু বলেন, ‘আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিইনি, এমনটা বললে ভুল হবে। বিশ্বকাপের জন্য গত চার বছর ধরে আমি অনেক পরিশ্রম করেছি। তবে, দলে ডাক না পাওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। আসলে একটি বিষয়ে প্রচুর পরিশ্রম করে কোনও ফল না পেলে সেখান থেকে সরে আসতেই হয়।

বিশ্বকাপের শুরুতেই শিখর ধাওয়ান চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে ভারতীয় দলের মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ অলরাউন্ডার বিজয় শঙ্করকে বেছে নেন।তাকে থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার বলেছিলেন প্রসাদ। টুইটারে এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন রায়ডু। বিশ্বকাপের জন্য নতুন একজোড়া থ্রিডি চশমা কিনে এনেছেন বলে টুইট করেন রায়ডু।

তবে সেই প্রসঙ্গ নিয়ে এদিন মুখ খোলেননি এই ডানহাতি ব্যাটসম্যান।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর