১৪২ বছরের ইতিহাসে এমন লজ্জা পায়নি ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ১২:১১ পিএম
১৪২ বছরের ইতিহাসে এমন লজ্জা পায়নি ইংল্যান্ড

লিডসে অ্যাশেজ জয়ের স্বপ্ন নিয়ে নেমেছিল স্বাগতিক ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রথম ইনিংসে গড়া ঠুনকো রান টপকে বড় কিছু করার উদ্দেশ্য ছিল তাদের। দুঃখজনক হলেও সত্য যে, তাদের সে স্বপ্ন ধূলোয় মিশেছে। উল্টো ৬৭ রানে থেমে গেছে ইংলিশদের ইনিংস। তাতে চরম লজ্জার রেকর্ডের সামনে পড়েছে রুট-রয়রা।

শুক্রবার অস্ট্রেলিয়ার সংগ্রহরে বিপরীতে ইংল্যান্ড যে বাজে পারফর্ম করেছে তা সবার নজরে পড়েছে। গতকাল ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ইনিংস ছিল জো ডেনলির, তাও মাত্র ১২ রান। ১৪২ বছরের ক্রিকেট ইতিহাসে ইংল্যান্ডের পক্ষে ১১জনই ব্যাট করেছেন এমন ইনিংসে এত কম সর্বোচ্চ রান কেউ কখনো করেনি! এর আগে ইনিংসের সর্বনিম্ন সর্বোচ্চ স্কোর ছিল ১৫। সেটা ১৯০২ সালে।

অপরদিকে গতকাল ইংল্যান্ডের কাছ থেকে ১১২ রানের লিড পেয়ে বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়াও। টেস্টে এত কম রানে অলআউট হয়ে এক’শ ছাড়ানো লিড নিতে পারেনি বিশ্বের কোন দল।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর