ইংল্যান্ডের লজ্জায় অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ১১:২৮ এএম
ইংল্যান্ডের লজ্জায় অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

শুক্রবার অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছ থেকে ১১২ রানের লিড পেয়ে রীতিমত বিশ্বরেকর্ড গড়ে ফেলে অস্ট্রেলিয়া। টেস্টে এত কম রানে অলআউট হয়ে এক’শ ছাড়ানো লিড নিতে পারেনি বিশ্বের কোন দল।

টেস্টে প্রথম ইনিংসে ২০০ এর কমে অলআউট হয়ে এক শর বেশি রানের লিড পাওয়ার ঘটনাই ঘটেছে মাত্র একবার। সে কৃতিত্বও অস্ট্রেলিয়ার। 

যদিও এর আগে অর্থাৎ ১৯৮১ সালে ইমরান খান ও সরফরাজ নওয়াজদের সামনে পার্থের উইকেটে ১৮০ রানে অলআউট হয়েও লিড পায় অস্ট্রেলিয়া। সেবার অজিদের ১৮০ রানের বিপরীতে খেলতে নেমে ৬২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। আর ১১৮ রানের লিড পায় অস্ট্রেলিয়া। পরে ম্যাচটি ২৮৬ রানে জিতে নেয় তারা। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর