প্রথম টেস্টের দল দেখে হতবাক গাভাস্কার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৫:৩৩ পিএম
প্রথম টেস্টের দল দেখে হতবাক গাভাস্কার

সাম্প্রতিককালে জাতীয় নির্বাচকদের ভারতীয় দল নির্বাচন থেকে টিম ম্যানেজমেন্টের প্রথম একাদশ বাছাই, এমনকি ব্যাটিং অর্ডার নিয়েও একাধিকবার ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে সুনীল গাভাস্কারকে। বিশেষ করে বিশ্বকাপের সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানোর চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেছিলেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ বাছাই। টিম ম্যানেজমেন্ট রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম এগারো থেকে বাদ দেওয়ায় হতবাক তিনি।

ধারাভাষ্যকারের আসনে বসে গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অশ্বিনের পরিসংখ্যান তুলে ধরে স্পষ্ট জানিয়েছেন যে, টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত অত্যন্ত বিস্ময়কর মনে হয়েছে তার কাছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরে-বাইরে ১১টি টেস্টে ৪টি শতরানসহ ৫৫২ রান করেছেন অশ্বিন। বল হাতে নিয়েছেন ৬০ উইকেট। চারবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। এমন পারফরম্যান্সের পরেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে অশ্বিনের নাম না থাকায় কার্যত ক্ষুব্ধ দেখায়া গাভাসকরকে। বিশেষ করে কাউন্টি ক্রিকেটে যখন দুরন্ত ফর্মে ছিলেন অশ্বিন, তখন তাকে মাঠে নামার সুযোগ করে দেওয়া উচিত ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এমনটাই মনে করেন সানি।

গাভাস্কার বলেন, ‘একজন ক্রিকেটার যার রেকর্ড এইরকম, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এমন দুরন্ত পারফরম্যান্সের পর প্রথম একাদশে তার জায়গা না পাওয়াটা অত্যন্ত বিস্ময়কর। আমাকে রীতিমতো হতবাক করেছে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত।’

টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক অজিঙ্কা রাহানে অশ্বিনের দলে না থাকার সাফাই দিয়ে যান প্রথম দিনের খেলার শেষে।দিনের সেরা পারফর্মার হিসেবে সাংবাদিক সম্মেলনে আসেন হাফ সেঞ্চুরি করা রাহানে। তিনি স্পষ্ট জানান যে রোহিত, অশ্বিনের মতো ক্রিকেটারকে প্রথম একাদশের বাইরে রাখাটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত হলেও দলের স্বার্থে টিম ম্যানেজমেন্ট এমনটা করতে বাধ্য হয়েছে। কম্বিনেশনের কথা ভেবেই দুই তারকাকে প্রথম একাদশে জায়গা করে দেওয়া যায়নি।

রাহানের কথায়, ‘টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে এই পিচে জাদেজা কার্যকরী হতে পারে এবং দলের একজন বাড়তি ব্যাটসম্যানও প্রয়োজন। ৬ নম্বরে এমন একজন ব্যাটসম্যানকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যে বলটাও করতে পারবে। হনুমা বিহারী এই পিচে বল হাতেও কার্যকরী হতে পারে ভেবে তাকে দলে নেওয়া হয়েছে কম্বিনেশনের স্বার্থে।অশ্বিন, রোহিতের মত ক্রিকেটারদের প্রথম একাদশের বাইরে রাখা সত্যিই কঠিন বিষয়। তবে টিম ম্যানেজমেন্টের দলের স্বার্থে এটাই ভালো মনে হয়েছে।;

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর