ক্রিকেটারদের হত্যার হুমকি দেওয়াই তার নেশা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ১১:৫৫ এএম
ক্রিকেটারদের হত্যার হুমকি দেওয়াই তার নেশা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় ক্রিকেটারদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলা হতে পারে। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরাবর বেনামে এমনই একটি মেইল আসে। সেই তথ্যের সূত্র ধরে তড়িৎ আইসিসিকে বিষয়টি অবগত করে পিসিবি। যে কারণে ওয়েস্ট ইন্ডিজে ভারতের নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে কয়েকগুণ।

সে ঘটনার রেশ না কাটতেই কোহলিদের হুমকি দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে আরেক তরুণকে। বিসিসিআইকে করা এক মেইলের মাধ্যমে পুরো বোর্ডের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দেশটির আসাম রাজ্যের ১৯ বছর বয়সী ব্রিজ মোহন দাস।

বিসিসিআই বরাবর বেনামী চিঠিটি আসা মাত্রই তারা মহারাষ্ট্র এন্টি টেরোরিজম স্কোয়াডকে (এটিএস) অবগত করে। হুমকিটি বেনামে দেয়া হলেও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্রিজকে গ্রেফতার করে এটিএস। 

আরও তদন্তের পর জানা যায়, শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডেই নয়, এমন বেনামে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডেও উড়ো হুমকি বার্তা পাঠিয়েছেন মোহন দাস। যে কারণে এ কেসটিকে বাড়তি গুরুত্ব দিয়েই দেখছে মহারাষ্ট্র এটিএস। মোহন দাসের বৃত্তান্ত খুঁজতে গিয়ে জানা গিয়েছে, ১৯ বছর বয়সী এ তরুণ আসাম রাজ্যের মরিগাওতে শান্তিপুরের বাসিন্দা।

মোহন দাসের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ৫০৬ এর ২ এবং ৫০৯ এর ধারায় মামলা করা হয়েছে। এছাড়া ১৯৩২ সালের ক্রিমিনাল ল এর ৭ এর ধারায়ও অভিযুক্ত রয়েছেন তিনি। আগামী ২৬ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে মোহন দাসকে। এরপর নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর