পরমাণু বোমা মেরে ভারতকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি মিয়াঁদাদের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০৪:৩৩ পিএম
পরমাণু বোমা মেরে ভারতকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি মিয়াঁদাদের

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে দেশটির সরকার। এর প্রতিবাদে সোচ্চার পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। কাশ্মীর ইস্যুতে কথা বলেছেন দেশটির বর্তমান ক্রিকেটার সরফরাজ আহমেদ। এছাড়াও কথা বলেছেন সাবেক ক্রিকেটার শহীদ খান আফ্রিদি, শোয়েব আখতার এবং জাভেদ মিয়াঁদাদ। জাভেদ মিয়াঁদাদ তো রীতিমত পরমানু বোমা মেরে ভারতকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বসেছেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নিজের দেশের মানুষকে পরামর্শ দিচ্ছেন মিয়াঁদাদ। তিনি বলছেন-পাকিস্তানের প্রত্যেক মানুষের কাছে বন্দুক রাখা উচিত। নিজেকে রক্ষা করার জন্য এটার সর্বোচ্চ ব্যবহারও করা দরকার। প্রতিটি পাকিস্তানির হামলা করার মানসিকতা ও প্রস্তুতি থাকা প্রয়োজন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মিয়াঁদাদ বার্তা দেন, মোদি সাহেব তো জানেন, আগেও আমি বলেছি- ভারতীয়রা ভীতু। এখন পর্যন্ত সাহসী কী করেছে তারা? আমরা পরমাণু শক্তি এমনিই রাখিনি, চালানোর জন্য রেখেছি। আমরা সুযোগ চাই এবং ওদের ধ্বংস করে দেব।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর