কোহলি ও ভিভের রেকর্ডে আমলার ‘হামলা’


প্রকাশিত: জুন ১৬, ২০১৬, ০৯:৪১ পিএম
কোহলি ও ভিভের রেকর্ডে আমলার ‘হামলা’

ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়ে দুটি অনন্য রেকর্ড গড়েছেন হাশিম আমলা।ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ২৩টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে কোনো প্রতিপক্ষের বিপক্ষে দ্রুততম এক হাজার রানের রেকর্ডও গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

 

বুধবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৯৯ বলে ১১০ রানের দারুণ এক ইনিংস খেলেন আমলা। ১২২ ইনিংসে এটা ২৩তম সেঞ্চুরি।এর আগে ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি ২৩টি সেঞ্চুরি করেছিলেন ১৫৬ ইনিংসে। ২৫ ইনিংস কম খেলেই কোহলির রেকর্ড ভেঙে দিলেন আমলা।

 

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এক হাজার রান পূর্ণ করেছেন আমলা। এতে তিনি ইনিংস খেলেছেন ১৪টি। এক্ষেত্রে আমলা ভেঙে দিয়েছেন স্যার ভিভ রিচার্ডসের রেকর্ড।

 

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ ইংল্যান্ডের বিপক্ষে হাজার রান করেছিলেন ১৫ ইনিংসে। এ তালিকার তৃতীয় স্থানে আছেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাজার রান করেছেন ১৭ ইনিংসে।

 

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর