ছেলেকে যে শিক্ষা দিলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০১:০৮ পিএম
ছেলেকে যে শিক্ষা দিলেন রোনালদো

কবে তিনি অবসর নিবেন। এ নিয়ে প্রশ্নের অন্ত নেই অনেকের। তবে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানালেন, তিনি কখনোই অবসর নিয়ে ভাবেন না।  তবে চাইলে সামনের বছরই খেলা ছেড়ে দিতে পারেন। 

ক্রিস্টিয়ানো রোনালদো এও জানিয়ে রাখলেন, ৪০-৪১ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন তিনি। আর এসব নির্ভর করছে উপভোগের ওপর। অর্থাৎ যতদিন ফুটবল উপভোগ করবেন ততদিন তিনি খেলবেন। আর যখনই এর ওপর তিক্ততা চলে আসবে তখনই ছেড়ে দিবেন তিনি। 

সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় জীবনের সবচেয়ে কঠিন বছর কোনটি?‌ রোনালদো বলেন, '২০১৮ সালে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেছে। যখন লোকে সম্মান নিয়ে প্রশ্ন তোলে তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। শেষ পর্যন্ত সত্যিটা সামনে এসেছে। এটাই স্বস্তির।' ‌

একপর্যায়ে তিনি শোনান জীবনের গুরুত্বপূর্ণ গল্পটি।ছেলেবেলায় যেখানে বড় হয়েছেন তিনি, সেই জায়গা দেখে ছেলে চমকে গিয়েছিল। ‌জায়গাটিতে ছেলেকে নিয়ে যাওয়ার আগে খুব উত্তেজিত ছিলাম। ও নিজেও আগ্রহী ছিল। তবে আমার ছেলেবেলা কেটেছে যেখানে, সেই জায়গা দেখে ছেলে তো অবাক। আমাকে প্রশ্নও করেছে, 'পাপা, এখানে থাকতে?‌'‌

রোনালদো বলেন, আসলে ওরা ভাবে জীবনের সবটাই সহজ। দামি গাড়ি, বাড়ি, জামা-জুতো সব পাওয়া সহজ। ছেলের এই ধারণাটি ভেঙে দিতেই তো ওকে নিয়ে গিয়েছিলাম।' ‌

স‌ূত্র : আজকাল  

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর