ইংল্যান্ড-পাকিস্তানের পাল্টাপাল্টি সফরসূচি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ১২:৫১ পিএম
ইংল্যান্ড-পাকিস্তানের পাল্টাপাল্টি সফরসূচি

টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ বিশেষ ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-২০ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম দিকে তিনটি টেস্টের কথা বলে হলেও পরবর্তীতে এর সঙ্গে তিনটি টি-২০ সংযুক্ত করা হয়। 

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত এফটিপিতে বর্ণিত হয় পাক-ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট হবে লর্ডসে, দ্বিতীয়টি ম্যানচেস্টারে এবং তৃতীয়টি অনুষ্ঠিত হবে ট্রেন্টব্রিজে।

জানা গেছে, পাক-ইংল্যান্ডের প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, দ্বিতীয়টি ৩১ এবং দুই সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে লিডস-কার্ডিফ এবং সাউথাম্পটনে।

পাকিস্তানের সফরের বিপরীতে ইংল্যান্ডের রিটার্ন ট্যুর হবে ২০২২ সালে। স্বাগতিকদের সঙ্গে তারা তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলবে। আর তা অক্টোবরে হবে বলে জানা গেছে।-ক্রিকবাজ

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর