নেইমারকে নিয়ে হেভিওয়েট তিন ক্লাবের টানাটানি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৩:২০ পিএম
নেইমারকে নিয়ে হেভিওয়েট তিন ক্লাবের টানাটানি

পিএসজিতে নেইমার অধ্যায় ঘনিয়ে আসছে। ব্রাজিল তারকাও চান না স্প্যানিশ ক্লাবে নিজেকে জিঁইয়ে রাখতে। যে কারণে তার এজেন্ট রীতিমত যোগাযোগ করে চলেছে বিভিন্ন ক্লাবের সঙ্গে। এ তালিকায় এগিয়ে ছিল নেইমারের সাবেক ক্লাব বার্সা। তবে সম্প্রতি শোন যাচ্ছে নেইমারের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদও তাকে পেতে মরিয়া। মজার ব্যাপার হলো এবার এ তালিকায় যোগ হলো জুভেন্টাসও। 

জানা গেছে, পূর্বের তিক্ততা এবং রেষারেষির চাপে পড়ে শেষ চেষ্টা পর্যন্ত ব্রাজিলীয় তারকাকে এক বছরের জন্য ধারে আনার কথা ভাবছে বার্সা। স্থায়ী চুক্তি হবে আগামী বছর। কিন্তু এএসপিএনের খবর বলছে, বার্সার এই প্রস্তাবেও রাজি নয় পিএসজি। জুভেন্টাসের প্রস্তাবটা নাকি বেশি মনে ধরেছে তাদের। নেইমারের বিকল্প হিসেবে জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে পেতে আগ্রহী পিএসজি।

এ সুযোগটাই নিতে চায় জুভেন্টাস। শোনা যাচ্ছে, নেইমারের জন্য দিবালার পাশাপাশি ১০০ মিলিয়ন ইউরো দিতে রাজি জুভেন্টাস। আর নেইমারকে রাজি করাতে বছরে ৩৭ মিলিয়ন ইউরো বেতনের লোভনীয় টোপ দিয়েছে তারা। এখন দেখা যাক, নেইমার-নাটকের শেষ অঙ্কে কী চমক অপেক্ষা করছে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর