উন্নতিতে টেস্টের বিকল্প দেখছেন না ডোমিঙ্গো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০২:৪৮ পিএম
উন্নতিতে টেস্টের বিকল্প দেখছেন না ডোমিঙ্গো

টাইগারদের ক্রিকেট ক্যালেন্ডারে টি টোয়েন্টি-ওয়ানডের স্থানটা একটু বেশিই। ভারত-ইংল্যান্ডের মতো আহামরি টেস্ট খেলা হয় না সাকিব-তামিমদের। ছয় মাস আগে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। আর সেপ্টেম্বরে তাদের একমাত্র টেস্ট, তাও আফগানিস্তানের বিপক্ষে। বুঝাই যাচ্ছে, টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশের টেস্ট দুর্গতির কথা। 

দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের অনুপস্থিতি উন্নয়নে বড় প্রতিবন্ধক হিসাবে দেখছেন সদ্য নিযুক্ত কোচ রাসেল ডোমিঙ্গো। বুধবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচ জানালেন, এত কম ম্যাচ খেলে ক্রিকেটে উন্নতি সম্ভব না। সাদা বলের ক্রিকেটে উন্নতির জন্য অনেক টেস্ট ক্রিকেট খেলা চাই। এখন যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ। অনেক টেস্ট সিরিজ খেলা যাবে এর মাধ্যমে। এখানে নজর দিলে উন্নতি করা সম্ভব।’

টাইগাররা এখন ব্যস্ত কন্ডিশনিং ক্যাম্প নিয়ে। আজ তৃতীয় দিনের মতো চলছে এই ক্যাম্প। প্রথম চারদিন বরাদ্ধ ফিটনেসের জন্য। তবুও দুয়েকজন ব্যাটিং-বোলিং করেছেন। মূলত সবার আজ রানিং ছিল। পরিচয় পর্ব ছাড়া তাই কোচেরও আজ কোনো কাজ ছিল না শিষ্যদের নিয়ে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর