বিপিএলের আগে অবসর নিলে বিপাকে পড়বেন মাশরাফি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৯:০৯ এএম
বিপিএলের আগে অবসর নিলে বিপাকে পড়বেন মাশরাফি

মঙ্গলবার রংপুর রাইডার্সের সঙ্গে আনুষ্ঠানিক মিটিং হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের। মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক। সেখানে তিনি বলেন, যে কোন মূল্যে তারা সাকিব আল হাসানকে চান। তবে ধরে রাখার নিয়মে মাশরাফিকেও ধরে রাখতে চান।

বিপিএলের সপ্তম আসরে একদিকে সাকিব আল হাসানকে চায় রংপুর। অন্যদিকে মাশরাফিকেও ধরে রাখতে চায়। যে জন্য দলটির আইকন ইস্যুতে সংশয় দেখা দিয়েছে। এছাড়াও সাকিবের উপস্থিতিতে ওয়ানডে অধিনায়কের ভূমিকা কী হবে? তা নিয়ে ভাবছেন অনেকেই।

এ নিয়ে রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক বললেন, ‘যতটুকু জানি মাশরাফি যদি অবসর নেয় তাহলে সে আইকন থাকবে না। আমাদের চিন্তা ছিল, খেলোয়াড় ধরে রাখার নিয়মে মাশরাফি তো এমনিতেই থেকে যায়। মাশরাফি-সাকিব দুজনই রংপুরে খেলবে।’

ইশতিয়াক আরও একটি বিষয় জানালেন। মাশরাফি নাকি গতবারই আইকন হিসেবে খেলতে চায়নি। কেন চাননি, সেটির ব্যাখ্যা দিয়েছেন রংপুরের প্রধান নির্বাহী, ‘সে (আন্তর্জাতিক) টি-টোয়েন্টি খেলে না। বিপিএল যেহেতু টি-টোয়েন্টি যৌক্তিকভাবেই মাশরাফিকে আইকন হিসেবে রাখা যায় না। আইকন হবে নতুন কোনো প্রমিজিং খেলোয়াড় । বোর্ড বলছে, আমরা নিজেরাও জানি আমাদের দেশে সাতজন যথার্থ আইকন ক্রিকেটার খুঁজে বের করা ‍মুশকিল। আর মাশরাফিরও ইচ্ছে নেই আইকন থাকার। এ বছরও যেটা শুনেছি ওয়ানডে থেকে যদি সে অবসর নেয় আইকন থাকার কথাও না তার। আমাদের পরিকল্পনায় মাশরাফি রিটেনশন তালিকায় থাকে।’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর