বাংলাদেশি ক্রিকেটারদের যে সমস্যা খুঁজে পেলেন ভাস


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ১০:১৪ পিএম
বাংলাদেশি ক্রিকেটারদের যে সমস্যা খুঁজে পেলেন ভাস

ক্রিকেটের সোনালী যুগ পার করে কোচিং ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন শ্রীলঙ্কার সাবেক পেসার ছামিন্থা ভাস। দেশটির ইমার্জিং দলের প্রধান কোচ হিসাবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। তার অধীনে শীর্ষরা প্রথম দিনেই বাজিমাত দেখায় লঙ্কান দল। বাংলাদেশের বিপক্ষে ১৮৬ রানে জয় পেয়েছে তারা। 

এদিকে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে লঙ্কানদের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২১ আগস্ট। তবে তার আগে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা একাডেমি মাঠে সাংবাদিকদের মুখোমুখি হন ভাস। সেখানে তিনি বলেন, 'আপনি বলতে পারেন না স্বাগতিকরা খুব বেশি খারাপ খেলেছে। একটি ম্যাচে যেকোনো দলেরই অমন হতে পারে। তবে আমার ধারণা এবং আমি নিশ্চিত, স্বাগতিক তরুণরা ঠিক ঘুরে দাঁড়াতে পারে। কাজেই আমার ছেলেরা মোটেই বাংলাদেশ ইমার্জিং দলকে হালকাভাবে নিচ্ছে না। মাঠের সেরা দলই জিতবে সিরিজ।'

তাহলে বাংলাদেশি ক্রিকেটারদের ঘাটতিটা কোথায়? কোন জায়গাটিতেই উন্নতি করতে হবে? জবাবে ভাস বলেন, 'আমি দেখেছি বাংলাদেশ দলে বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে। তাদের স্কিলও ভালো। তবে তাদের ফিটনেস বাড়াতে হবে। এটা যে বাংলাদেশের ছেলেদের কথা বলছি, তা নয়। লঙ্কানদের জন্যও একই কথা প্রযোজ্য। ছেলেরা বয়সে নবীন। ২১-২২ বছর বয়স। তাদের প্রত্যেকের ফিটনেস লেভেলটা উন্নত করা খুব প্রয়োজন। ফিটনেস না থাকলে আপনার স্কিল কোনো কাজে আসবে না।'

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর