নতুন মাইলস্টোনের পথে জাদেজা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৯:৫০ পিএম
নতুন মাইলস্টোনের পথে জাদেজা

টেস্ট সিরিজের বল গড়ানোর আগে ব্যক্তিগত রেকর্ডের হাতছানি ভারতের তারকা রবীন্দ্র জাদেজার সামনে। আর আটটি উইকেট নিলেই ২০০ উইকেটের মালিক হবেন তিনি।

টেস্ট ক্রিকেটে জাদেজার ঝুলিতে ৪১টি টেস্ট থেকে ১৯২টি উইকেট। চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ইতিমধ্যেই টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহালির ভারত। টেস্ট ক্রিকেটেও কি প্রাধান্য দেখাতে পারবে টিম ইন্ডিয়া? ভারতীয় দল তৈরি। তৈরি জাডেজাও। দশম ভারতীয় হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোন ছোঁয়ার মুখে বাঁ হাতি স্পিনার।

ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন দ্রুততম ২০০ উইকেট নেন। জাদেজা আর আটটি উইকেট নিতে পারলে দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার হবেন। ৪৮ রানে ৭ উইকেট জাডেজার সেরা বোলিং পারফরম্যান্স। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৯ বার। ম্যাচে এক বার ১০ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী অনিল কুম্বলে। তিনি নিয়েছিলেন ৬১৯টি উইকেট। 

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর