বিপিএল: সাকিবকে যে কোন মূল্যে চায় তারা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৯:১৪ পিএম
বিপিএল: সাকিবকে যে কোন মূল্যে চায় তারা

মঙ্গলবার দুপুরের পর রংপুর রাইডার্সের মালিকপক্ষে সঙ্গে বৈঠকে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল কর্তারা। সেখানে আলোচনা হয় সার্বিক বিষয় নিয়ে।  আর সেই আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।  

মিটিং শেষে রংপুর রাইডার্সের সিইও জানান, ‘আমাদের সাজেশন ছিল যেহেতু একটা টিম দুই বছর ধরে একভাবে খেলে আসছে, পরবর্তী চার বছর খেলার জন্য টিমের একটা কোড দরকার। টিমের কিছু খেলোয়াড় রিটেইন করার ব্যাপার আছে। সে রিটেনশন চেয়েছি আমরা। গত বছরের নিয়ম অনুসারে কিছু ফ্রেশ সাইনিং ছিল, বোর্ড সেটা নিতে চাচ্ছে। আইকন প্লেয়ার বলে কিছু নাকি থাকবে না। একজন লোকাল ডাইরেক্ট সাইনিংটা যেটা আমরা বাধ্যতামূলক চেয়েছি। বোর্ড বলছে ফরেন ডাইরেক্ট সাইনিং (বিদেশি খেলোয়াড়) দুজন অথবা তিনজন করবে। আমরা বললাম যেহেতু ফরেন ডাইরেক্ট সাইনিং করবে, তাহলে কেন লোকাল (দেশি) ডাইরেক্ট সাইনিং নয়?’

এসম সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘যেহেতু রংপুর রাইডার্স সাকিবের সঙ্গে চুক্তি করেছে। তাকে সইও করিয়েছে। কাজেই তার দিকে তো অবশ্যই যাবে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর