মাত্র ২ সপ্তাহ সময় পাচ্ছেন নেইমার


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৮:৩৮ এএম
মাত্র ২ সপ্তাহ সময় পাচ্ছেন নেইমার

নেইমারকে দলে টানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। তবে নেইমারের ইচ্ছা পুরনো ক্লাব বার্সায় ফেরা। কিন্তু মোটা অংকের রিলিজ ক্লজ দিয়ে নেইমারকে কেনার অবস্থায় নেই বার্সা।

অন্যদিকে প্রস্তাব না দিয়ে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছে রিয়াল। এমন দোটানায় থাকা নেইমারকে পিএসজির একাদশেও নেওয়া হচ্ছে না। সব মিলিয়ে ব্রাজিল সুপারস্টার এখন বেকায়দায়।

এরপরও আলোচনা বিদ্যমান। বার্সেলোনাই সেই আলোচনা জিইয়ে রেখেছে। প্যারিসের জনপ্রিয় দৈনিক লা পেরিসিয়ান দাবি করছে, মেসির আগ্রহেই নেইমারের পেছনে ছুটছে বার্সা। ন্যু ক্যাম্পে থাকতেই আর্জেন্টাইন তারকা মেসির সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

সেই বন্ধুত্বের জেরেই নেইমারকে যেভাবেই হোক বার্সায় ফিরে পেতে চান মেসি। তার চাওয়াকে মূল্যায়ন করতেই ব্রাজিলিয়ান তারকাকে পিএসজি থেকে ফিরিয়ে আনতে ছুটতে হচ্ছে বার্সাকে। কিন্তু কৌতিনহোকে বায়ার্নের কাছে ছেড়ে দেয়ার পর বার্সা বিনিময় হিসেবে নতুন কি প্রস্তাব নিয়ে হাজির হয় সেটা বোঝাই যাচ্ছে না।

এদিকে নেইমারের ভবিষ্যত নির্ধারণে বাকি আছে কেবল ২ সপ্তাহ। ইউরোপিয়ান দল বদলের তারিখ শেষ হয়ে যাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই। এর মধ্যে পিএসজি থেকে নেইমারকে বার্সা কিংবা অন্য কোনো ক্লাব কিনতে না পারলে অগত্যা ফরাসি ক্লাবটিতেই আরও এক মৌসুম থেকে যেতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।

তবে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা বলছে, নেইমারকে হয়তো শেষ মুহূর্তে ধারে পিএসজি থেকে নিতে চাইবে বার্সা। সে ক্ষেত্রে হয়তো বা পারচেজ ক্লজও (কেনার শর্ত) জুড়ে দেয়া থাকতে পারে। যে, এক মৌসুম পর এত টাকার বিনিময়ে তাকে কিনতে হবে বার্সাকে।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর