ভারতে নতুন উসাইন বোল্টের সন্ধান (ভিডিও)


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ০৩:৫৮ পিএম
ভারতে নতুন উসাইন বোল্টের সন্ধান (ভিডিও)

উসাইন বোল্টকে পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব বলা হয়। তিনি ১০০ মিটার দৌড় সম্পন্ন করেছিলেন ৯.৫৮ সেকেন্ডে। এছাড়া দৌড়ে পাঁচবার বিশ্বরেকর্ড গড়েছেন। তিন অলিম্পিক স্বর্ণপদকও জিতেছেন তিনি।

বিশ্বের দ্রুততম এ মানবের মতো আরেকজনকে খুঁজে পাওয়া গেল ভারতে। অল্প বয়সেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের রামেশ্বর গুরজার। ১০০ মিটার দৌড় সম্পন্ন করতে মাত্র ১১ সেকেন্ড সময় নিয়েছেন রামেশ্বর।

শিবপুরী জেলায় কৃষক পরিবারে জন্ম রামেশ্বর গুরজারের। তার এমন গতিতে অবাক খোদ দেশটির ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যের ছেলের এমন কীর্তির ভিডিও সর্বপ্রথম পোস্ট করেছিলেন। আর সেই ভিডিও যেরকম গোটা দেশবাসীর নজর কাড়ে, নজর কাড়ে দেশের ক্রীড়ামন্ত্রীরও। তিনিই এখন নিজের হাতে দায়িত্ব নিয়ে রামেশ্বরের কোচিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন।
 
এই মুহূর্তে ভারতের জাতীয় স্তরে ১০০ মিটারের দৌড়ের খেতাব জিতে আছেন অমিয় মল্লিক। মাত্র ১০.২৬ সেকেন্ডে ১০০ মিটারের দৌড় সম্পন্ন করেছিলেন অমিয়।

জ্যামাইকান উসাইন বোল্ট ১০০ মিটার দৌড় ৯.৫৮ সেকেন্ডে এবং ২০০ মিটার দৌড় ১৯.১৯ সেকেন্ডে শেষ করে বিশ্বরেকর্ডটা নিজের দখলে রেখেছেন।

১০০ মিটার, ২০০ মিটার এবং দলীয় সঙ্গীদেরকে নিয়ে ৪×১০০ মিটার রিলে দৌড়েও বিশ্বরেকর্ড ও অলিম্পিক রেকর্ডের অধিকারী এই বোল্ট।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর