বার্সা থেকে ধারে নতুন ক্লাবে কৌতিনহো


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯, ১২:২৬ পিএম
বার্সা থেকে ধারে নতুন ক্লাবে কৌতিনহো

অনেক আগ থেকেই গুঞ্জন বার্সা ছাড়ছেন ব্রাজিল তারকা ফিলিপে কৌতিনহো। এর মাঝে গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে শুরুতে স্কোয়াডে রাখলেও পরে বাদ দেয়া কৌতিনহোর নাম। এতে করে গুঞ্জন আরো বেড়ে যায়। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হচ্ছে।

এক বছরের জন্য ধারে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন এ ব্রাজিলিয়ান। আলনার পর দুই ক্লাব ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানানো হয়েছে আগের দিন রাতে।

বায়ার্নে কৌতিনহোর ধারে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন জার্মান ক্লাবটির প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে, 'আমি ও আমাদের স্পোর্টিং ডিরেক্টর বুধবার বার্সেলোনাতে গিয়েছিলাম। সেখানে কৌতিনহোর ব্যাপারে চুক্তি চূড়ান্ত হয়েছে। কয়েকদিনের মাঝেই সে বায়ার্নে আসবে।

তিনি আরো জানান, মেডিকেল পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। লিভারপুল থেকে ২০১৮ সালের জানুয়ারিতে ২৭ বছর বয়সী কৌতিনিয়ো বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ক্লাবটির রেকর্ড ১২ কোটি ইউরো ট্রান্সফার ফিতে। ব্রাজিলের হয়ে ৫৬টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন কৌতিনিহো।

বার্সেলোনায় সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৬টি ম্যাচে ২১ গোল করা কৌতিনিহো দলটির হয়ে জিতেছেন লা লিগার দুটি শিরোপা।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর