ছয় জনের মধ্যে কে হচ্ছেন ভারতের কোচ?


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৯, ০১:৫৯ পিএম
ছয় জনের মধ্যে কে হচ্ছেন ভারতের কোচ?

ভারতের কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন ছয়জন। শাস্ত্রী ছাড়াও পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ান কোচ টম মুডি, নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের সাবেক কোচ ফিল সিমন্স। বাকি দুজন ভারতীয়—২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ম্যানেজার লালচাঁদ রাজপুত ও সেই দলেরই ফিল্ডিং কোচ রবিন সিং।

মুম্বাইতে হবে এ ছয়জনের সাক্ষাৎকার, এর মধ্যে বিদেশি তিনজনের (মুডি, হেসন, সিমন্স) সাক্ষাৎকার হবে ভিডিও কনফারেন্সে। রাজপুত ও রবিন সিংয়ের সশরীরেই থাকার কথা। আর শাস্ত্রী এই মুহূর্তে দল নিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।

কোচ নির্বাচনের দায়িত্ব পাওয়া উপদেষ্টা কমিটিতে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল ছাড়াও আছেন সাবেক ভারতীয় ওপেনার অংশুমান গায়কোয়াড় ও ভারতের মেয়েদের দলের সাবেক অধিনায়ক শান্থা রঙ্গস্বোয়ামি।

এদিকে ভারতের কোচ হওয়ার দৌড়ে মুডি-হেসনদের নাম তো আগে থেকেই শোনা যাচ্ছিল, সেখানে হঠাৎ ঢুকে পড়েছে সিমন্সের নামও। শ্রীলঙ্কা জাতীয় দলের পাশাপাশি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন মুডি, নিউজিল্যান্ডের দায়িত্ব পালনের পর কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ ছিলেন হেসন।

সিমন্সের আইপিএল অভিজ্ঞতা নেই, তবে জুন পর্যন্ত আফগানিস্তানের দায়িত্বে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ ক্রিকেটার এর আগে নিজ দেশকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। এ তিনজনের মধ্যে হেসন আবার বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায়ও আছেন, নিউজিল্যান্ডকে ২০১৫ বিশ্বকাপে যিনি রানার্সআপ করেছিলেন।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর