বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০১৯, ১১:০৯ এএম
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ

বুধবার কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নামে বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৪৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে খেলতে নামার একটু পরই বৃষ্টির বাধায় পড়ে বাংলাদেশ। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হয় আম্পায়ার।

হাইভোল্টেজ ম্যাচে ভারতের টার্গেট ছুঁতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশে। আর সে ধাক্কা সামাল না দিতেই দলীয় ১২ রানে প্রান্তিক নওরোজের উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর সবশেষ ২ উইকেটে ১৯ রান তোলার পরেই নামে বৃষ্টি। যে কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

এরপর সামীর রিজভি ও সুবাং হেজের ব্যাটে সেই চাপ সামলে ২৪৪ রানের সম্মানজনক স্কোর করে জুনিয়র ম্যান ইন ব্লু রা।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর