ফরাসি সুপার কাপ পিএসজির


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ১২:১৩ পিএম
ফরাসি সুপার কাপ পিএসজির

রেনের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে ফরাসি সুপার কাপ নিজেদের করে নিলো প্যারিস সেন্ট জার্মেই। দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও ডি মারিয়া। 

শনিবার চীনের শেনচেনে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে পিএসজি। গত এপ্রিলে ফরাসি কাপে এই রেনের কাছেই টাইব্রেকারে হেরেছিল প্যারিসের ক্লাবটি।

হাইভোল্টেজ ম্যাচটিতে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি। কিন্ত তার পরও প্রথমার্ধের শুরুতেই অর্থাৎ ত্রয়োদশ মিনিটে গোল খেয়ে বসে তারা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে টোকা দিয়ে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ। এরপর প্রথমার্ধে আর কোন গোল হয়নি।  

তবে দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে এমবাপের গোলে সমতায় ফেরে পিএসজি। আর ৭৩তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া।

লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও ফরাসি কাপ জয়ীর মধ্যে মৌসুমের শুরুতে হওয়া এক ম্যাচের প্রতিযোগিতায় এই নিয়ে টানা সপ্তমবার চ্যাম্পিয়ন হলো পিএসজি। একই সঙ্গে সর্বোচ্চ নয়বার শিরোপাটি জয়ের রেকর্ড গড়লো দলটি। গত বছর লিওঁর রেকর্ড ছুঁয়েছিল তারা।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর