ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৯:২৬ এএম
ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিং ও তৌহিদ হৃদয়-শাহাদাত হোসেনদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ২০১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ৭১ বল বাকি থাকতে।

সোমবার উর্স্টারশায়ারের কাউন্টি গ্রাউন্ডে টাইগার যুবা তানজিম সাকিবের আগুনে বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। দশম ওভারের শেষ বলে ড্যান মোজলির রান আউটে ভাঙে ৪৯ রানের উদ্বোধনী জুটি। তানজিম হাসানের দারুণ বোলিংয়ে ছয় রান যোগ করতে আরও তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগিতকরা।

পরে অধিনায়ক জর্জ হিলকে বিদায় করেন পেসার মৃত্যঞ্জয় চৌধুরী। এরপর কিপার ফিনলে বিন রান আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। ২৭তম ওভারে ৮৭ রানে ৬ উইকেট হারানো দলটি প্রতিরোধ গড়ে লুইস গোল্ডসওয়ার্থি ও কেসি অলড্রিজের ব্যাটে।

৫ চারে ৭৮ বলে ৫৮ রান করা অলড্রিজকে বোল্ড করে ১১১ রানের জুটি ভাঙেন তানজিম। ৪৯ রানে চার উইকেট নেন এই পেসার। চারটি চারে ৬৯ রানে অপরাজিত থাকেন গোল্ডসওয়ার্থি।

ছোট রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান ও প্রান্তিক নওরোজ ফিরেন দ্রুত। থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয়।

ক্রিজে গিয়েই শট খেলতে শুরু করেন শাহাদাত হোসেন। প্রস্তুতি ম্যাচে ফিফটি করা এই মিডল অর্ডার ব্যাটসম্যান প্রথম ১৫ বলে হাঁকান পাঁচ বাউন্ডারি। তৌহিদ হৃদয় খেলেন আস্থার সঙ্গে।

দলকে জয়ের কাছে নিয়ে ফিরেন শাহাদাত। ৬০ বলে ৮ চারে ৫৭ রান করে তার বিদায়ে ভাঙে ১১৪ রানের জুটি। অধিনায়ক আকবরকে নিয়ে বাকিটা সহজেই সারেন হৃদয়। চার বাউন্ডারিতে ৭০ রানে অপরাজিত থাকেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আগামী বুধবার একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর