তিন ফরম্যাটেই নির্বাচক প্রধানের পছন্দ পন্ত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৮:১৮ পিএম
তিন ফরম্যাটেই নির্বাচক প্রধানের পছন্দ পন্ত

দ্বাদশ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে ধোনির পাশাপাশি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসাবে খেলেন ঋষভ পন্ত। সে সুবাধে দলে বেশ আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। যেমন, মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকেই তিন ফরম্যাটে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণার পর নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ স্পষ্ট জানান যে, ‘ধোনি না থাকলে ঋষভকেই তারা প্রথম পছন্দের কিপার হিসাবে ওয়ানডে ও টি-২০ দলে দেখতে চাইছেন৷ সে কারণেই তাকে সীমিত ওভারের দু’টি দলেই রাখা হয়েছে৷ টেস্ট দলে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে চোট সারিয়ে ঋদ্ধি কাম ব্যাক করলেও প্রসাদ মনে করছেন টেস্টেও ঋষভের হাতেই উঠতে চলেছে উইকেটকিপারের দস্তানা৷

প্রসাদ বলেন, ‘প্রথমত, ধোনি এই সিরিজে নেই৷ দ্বিতীয়ত, আমরা ঋষভ পন্তের মতো তরুণ উইকেটকিপারকে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে পরিণত করে তোলার প্রক্রিয়ার শুরু করে দিয়েছি৷ সেই রোডম্যাপ অনুযায়ীই বিশ্বকাপ দলে ঋষভকে খেলানো হয়৷ বিশ্বকাপের পর ঋষভকে ধোনির উত্তরসূরি হয়ে ওঠার জন্য যত বেশি সম্ভব সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে৷ এই নিয়ে ধোনির সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর