কঠোর অনুশীলনে তামিম-মুশফিকরা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৬:৫১ পিএম
কঠোর অনুশীলনে তামিম-মুশফিকরা

দ্বাদশ বিশ্বকাপে আশানুরূপ ফল হয়নি বাংলাদেশের। তাই কিছুটা হলেও মন খারাপ টাইগার তথা টাইগার ভক্তদের। তবে সেই দুঃখ কষ্ট লাঘবে শ্রীলঙ্কা সফরকে বেছে নিয়েছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে ভালো খেলেই বিশ্বকাপ দুঃখ ভুলে যেতে মরিয়া তামিম বাহিনী। 

২৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তার আগে স্থানীয় দলের বিপক্ষে ২৩ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম ইকবালরা। সে উদ্দেশ্যে শনিবার কলম্বোয় পৌঁছে বাংলাদেশ দল। আর আজ শুরু করেন প্রথমবারের মতো অনুশীলন।

রোববার শ্রীলঙ্কার স্থানীয় সময় বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথমে হালকা স্ট্রেচিং ও ফিল্ডিংয়ের পর নেট সেশনে সময় কাটিয়েছেন তামিম, মুশফিক, সৌম্যরা।

এ সিরিজ খেলতে একসঙ্গে যায়নি পুরো দল। চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক সিরিজ ও ভারতে মিনি রঞ্জিতে খেলার কারণে ১৪ সদস্যের মধ্যে অর্ধেক (সাতজন) প্রথম দফায় গেছে কলম্বোয়। তারা হলেন- অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর