ভুল স্বীকার করলেন ধর্মসেনা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৫:২৯ পিএম
ভুল স্বীকার করলেন ধর্মসেনা

দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের পরাজয় নিয়ে কম জল ঘোলা হয়নি। কিউইদের হারের জন্য অনেকেই আম্পায়ারদের দুষেছেন। কারণ, ইংল্যান্ডের পক্ষেই তারা অবস্থান নেন গাপটিলের থ্রো ইস্যুতে। ম্যাচের শেষের দিকে থ্রো থেকে স্বাগতিক দল সবমিলিয়ে পাঁচরান পাওয়ার কথা থাকলেও আম্পায়াররা ছয় রান দিয়ে দেন ইংল্যান্ডকে।

নিয়মানুযায়ী বল যখন মারা হয়, সে মুহূর্ত থেকে ওভার থ্রোর রান হিসাব করা হয়। যেহেতু গাপটিলের থ্রো করার মুহূর্তেও দুই ব্যাটসম্যান একে অপরকে ক্রস করেননি, ফলে ইংল্যান্ডের রান তখনো ১ ছিল ফলে ওভার থ্রোয়ে আসা ৪ রানে ওই সময় ইংল্যান্ডের সংগ্রহে ৫ যোগ হওয়ার কথা। কিন্তু মাঠে থাকা ধর্মসেনা সেদিক বিবেচনা না করেই ৬ রান দিয়েছেন ইংল্যান্ডকে। সানডে টাইমসের সঙ্গে সে মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে নিজের ভুল স্বীকার করেছেন ধর্মসেনা, ‘আমি যখন টিভিতে রিপ্লে দেখি তখন নিজেই বুঝতে পারি আমার বিচারে ভুল ছিল। কিন্তু মাঠে আমাদের কাছে টিভি দেখার সুযোগ ছিল না। যে সিদ্ধান্ত নিয়েছি সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’

ধর্মসেনা অবশ্য দাবি করছেন, সিদ্ধান্তটা একা নেননি। মাঠের অন্য আম্পায়ার ও দায়িত্বপ্রাপ্ত অন্য দুই আম্পায়ারের সঙ্গে কথা বলেই নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান আম্পায়ার, ‘আমি লেগ আম্পায়ারের (ইরাসমাস) সঙ্গে যোগাযোগ করেছি, যেটা অন্য দুই আম্পায়ার ও ম্যাচ রেফারিও শুনেছেন। যদিও তারাও টিভি রিপ্লে দেখতে পারছিল না, তারা সবাই বলেছিল ব্যাটসম্যানরা দ্বিতীয় রান নিয়েছে। এরপরই আমি সে সিদ্ধান্ত নিয়েছি।’

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর