এটাই আমার শেষ বিদেশ সফর: মাশরাফি


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৫:৩২ পিএম
এটাই আমার শেষ বিদেশ সফর: মাশরাফি

বিশ্বকাপ চলাকালীনই টাইগার দলপতি মাশরাফির অবসর গুঞ্জন চলছিল। মাশরাফি নিজেও বিশ্বকাপ শেষে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপ শেষে দেশে ফিরেই বলেন, অবসর নিয়ে ভাবছেন না তিনি।

এরমধ্যে বিশ্বকাপ শেষ হতে না হতেই শ্রীলঙ্কা সফর বাংলাদেশের। সীমিত ওভারের সিরিজ খেলতে শনিবার দেশ ছাড়বে টাইগাররা। তার আগে দলের সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ও আসন্ন সিরিজ এবং নিজের অবসর নিয়ে কথা বললেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বললেন, অবসরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে শ্রীলঙ্কা সফরই যে মাশরাফির ক্যারিয়ারের শেষ বিদেশ সফর সেটা জানিয়ে দিলেন অকপটে।

বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে মাশরাফি বলেন, তিনটি জয় পেলেও আমি মনে করি, টুর্নামেন্টে ব্যর্থই হয়েছি আমরা।  

দায় এড়ানোর চেষ্টা না করে নিজের কাঁধেই সব দোষ নিয়ে নিলেন। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মাশরাফি বলেন, ‘সত্যি করে বলতে আমি আপসেট। ভীষণ আপসেট। অনেকেই হয়তো বলবেন, এটা নিয়ে মন খারাপ না করতে, মাথা থেকে ঝেড়ে ফেলতে। তবে যদি বলি মন খারাপ হয়নি, এটাই হবে লজ্জার কথা। অবশ্যই মন খারাপ হয়েছে। আমার দুটি দায়িত্ব ছিল, অধিনায়ক আর পারফরমার হিসেবে। পারফরমার হিসেবে কিছুই করতে পারিনি।’

উল্লেখ্য, শনিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। আর শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সিরিজ শেষ করে ১ আগস্ট দেশে ফিরার কথা টাইগারদের।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর