ফিলিপাইনকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৮:০৮ পিএম
ফিলিপাইনকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ

থাইল্যান্ডের চুনবুরিতে ইনডোর এশিয়া কাপ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেলো বাংলাদেশ। ফিলিপাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে জয় তুলে নেয় জিমি-সিটুলরা। এরআগে এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়া কাছে ৮-০ ও পরের ম্যাচে ইরানের কাছে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

থাইল্যান্ডের চোনবুড়িতে বুধবার সকালে ম্যাচের প্রথমার্ধেই মইনুল ইসলাম কৌশিকের ডাবল হ্যাটট্রিকে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে বাংলাদেশ। চতুর্থ মিনিটেই ফিল্ড গোল করেন কৌশিক। এক মিনিট পর আবারও গোল করেন তিনি। ৯ম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন আশরাফুল ইসলাম।

এরপর ১১তম মিনিটে মইনুল ইসলাম কৌশিক ব্যবধান ৪-০ করেন। ১৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির স্টিক থেকে আসে ৫ম গোল। ২০ মিনিটে কৌশিক করেন ৬ষ্ঠ গোল। খেলার ৩০ মিনিটের মাথায় সপ্তম গোল করেন কৌশিক। ৩৩ মিনিটে আবারও গোল করেন রাসেল মাহমুদ জিমি। হয় ৮-০ ব্যবধান। শেষ গোলটিও করেন কৌশিক। দলের নয় গোল নিশ্চিতের পাশাপাশি ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন কৌশিক।

এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারনী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ। শেষ ম্যাচে ১৮ জুলাই গ্রপ পর্বে দলটির প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর