একটুর জন্য অক্ষতই থাকল শচীনের বিশ্বরেকর্ড!


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১২, ২০১৯, ০৪:২৩ পিএম
একটুর জন্য অক্ষতই থাকল শচীনের বিশ্বরেকর্ড!

২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরিতে ৬৭৩ রান করেছিলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। সেটা এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। ২০০৭ বিশ্বকাপে অল্পের জন্য ভারত কিংবদন্তীকে ছুঁতে পারেননি ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার সে আসরে করেছিলেন ৬৫৯ রান। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ রানে আউট হয়ে যাওয়ায় শচীনের চেয়ে ১৪ রান দূরে থামে হেইডেনের সংগ্রহ।

২০১৯ বিশ্বকাপে এসেও টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভাঙা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু এবারও একটুর জন্য অক্ষতই থাকল ইতিহাসের সেরা এই ব্যাটসম্যানের বিশ্বরেকর্ড। চলতি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে এক আসরে সর্বোচ্চ শতকের বিশ্বরেকর্ড গড়া রোহিতের সামনে সুযোগ ছিল স্বদেশী কিংবদন্তীকে পেছনে ফেলে ইতিহাস গড়ার। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১ রান করে আউট হয়ে সেই সুযোগ হাতছাড়া করেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে ৯ ম্যাচে ৮১.০০ গড়ে (এখন পর্যন্ত) সর্বোচ্চ ৬৪৮ রান করেন রোহিত।

এর পরের অবস্থানেই আছেন ওয়ার্নার। অজি ওপেনারও শচীনকে ছাড়িয়ে যাওয়ার পথেই ছিলেন। রোহিতের মতোই সেমিতে রান না পাওয়ায় রেকর্ড গড়তে পারেননি। ১০ ম্যাচে ৬৪৭ রান করে চলতি আসরে (এখন পর্যন্ত) টেবিলের দ্বিতীয় সেরা সংগ্রাহক ওয়ার্নার। তিনে ৮ ম্যাচে ৬০৬ রান করা বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই তিনের বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

বিশ্বকাপে এবার ফাইনাল খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুদলের কয়েকজনের সুযোগ আছে শচীনকে তাড়া করার। জো রুট, কেন উইলিয়ামসনের সামনে এখনও সুযোগ রয়েছে শচীনকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়ার। তবে সেটি করতে হলে ফাইনালে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে তাদের।

চলতি আসরে এখন পর্যন্ত রুটের সংগ্রহ ৫৪৯ রান, আছেন টেবিলের চারে। পাঁচে থাকা কেন উইলিয়ামসনের রান ৫৪৮।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর