শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে একাদশ নিয়ে নামছে দুই দল


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ১০:৫৩ এএম
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যে একাদশ নিয়ে নামছে দুই দল

ভারতকে হারিয়ে এরইমধ্যে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ১৪ জুলাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হচ্ছে সেটি জানা যাবে আজ। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

আজকের ম্যাচে সুনির্দিষ্ট করে কোনও দলকেই ফেবারিট বলা যাচ্ছে না। নিজেদের সেরাটা যারা উজাড় করে দিতে পারবে তারাই যাবে ফাইনালে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে এবারের টুর্নামেন্ট হওয়ায় এরই মধ্যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এক দফা দেখা দেখা হয়ে গেছে। ২৫ জুন লর্ডসের সেই ম্যাচে ৬৫ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। বিস্ফোরক ব্যাটসম্যানে ভরপুর ইংলিশ ব্যাটিং লাইনআপে সেদিন ঝড় তুলেছিলেন মিচেল স্টার্ক, জেসন বেহরনড্রপরা। দুই সপ্তাহ পরের দ্বিতীয় লড়াইয়ে স্টার্ক, বেহরনড্রপরা টিকে থাকলেও একাদশে আসছে একাধিক বদল।

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া উসমান খাজার পরিবর্তে অভিষেক করানো হচ্ছে ডানহাতি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে। আর ব্যাটে-বলে অফফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় আসতে পারেন ম্যাথু ওয়েড। এ ছাড়া চার নম্বর পজিশন থেকে তিনে উঠে আসছেন স্মিথ। ওপেনিংয়ে যথারীতি ওয়ার্নার-ফিঞ্চই থাকছেন।  

এদিকে বলা হচ্ছে ইংল্যান্ডের এবারের দলটি তাদের ইতিহাসের সেরা দল, আইসিসি র‌্যাংকিংও বলছে তেমনটাই। এখন পর্যন্ত হওয়া ১১ বিশ্বকাপের তিনটিতে ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ইংল্যান্ডের।

তুলনায় ইংল্যান্ডের একাদশে বদলের সম্ভাবনা কম। ওপেনিংয়ে জনি বেয়ারস্টো-জেসন রয়কে দিয়ে শুরু, এরপর জো রুট, ইয়ন মরগান হয়ে জশ বাটলার, স্টোকসরা। শিরোপার প্রধান দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হেরে গন্তব্য অনিশ্চিত হয়ে পড়েছিল মরগ্যানদের। লীগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে হয়েছে 'মাস্ট উইন' হিসেবে। ভারত আর নিউজিল্যান্ডকে হারিয়ে পরে শেষ চার নিশ্চিত করে ইয়ান মরগ্যানের দল।

ইংল্যান্ড সম্ভাব্য একাদশ:
জেসন রয়, জনি বেরিস্টো, জো রুট, ইয়ান মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, মার্ক স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল/ম্যাথু ওয়েড, অ্যালেক্স ক্যারি (উইকেট-রক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জেসন বেহরেনড্রফ।

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর