‘আরো রেকর্ড গড়ো তবে ভারতের বিপক্ষে নয়’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০১৯, ০৯:৩৮ পিএম
‘আরো রেকর্ড গড়ো তবে ভারতের বিপক্ষে নয়’

দ্বাদশ বিশ্বকাপে রেকর্ড ভাঙা গড়ায় মেতেছেন সাকিব আল হাসান। একজন ক্রিকেটার হিসাবে বিষয়টি নজর এড়ায়নি ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির। তাই তো প্রতিবেশি রাষ্ট্রের বন্ধুকে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশেল বিপক্ষে। আর এই ম্যাচটির আগে বন্ধু সাকিবের প্রতি তিওয়ারির অনুরোধ, তিনি (সাকিব) যেন তার নিজেদের দেশের বিপক্ষে কোন রেকর্ড না গড়ে। তবে অন্যদের বিপক্ষে রেকর্ড গড়তে আপত্তি নেই তার। 

সোমবার আফগানিস্তানের বিপক্ষে সাকিবের অসাধারণ পারফর্মের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্টের মাধ্যম এসব কথা লিখেন এই ভারতীয় ক্রিকেটার। 

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম ৬ হাজার রান ও ২৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ৫১ রান করে এবং ৫ উইকেট নিয়ে অনন্য রেকর্ড করেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ নজির স্থাপন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এছাড়া প্রথম বাংলাদেশি হিসাবে এটি ছিল অনন্য।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর