মাহমুদউল্লাহ’র চোট গুরুতর নয়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০১৯, ০৫:২১ পিএম
মাহমুদউল্লাহ’র চোট গুরুতর নয়

বাংলাদেশ ক্রিকেটে নীরবে নিভৃতে বহমান এক নদীর নাম মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ সময় ধরে লোয়ার অর্ডারকে অলঙ্কিত করে রেখেছেন ময়মনসিংহের এই অলরাউন্ডার। শেষ মুর্হূতে দলের প্রয়োজনে ব্যাট হাতে বাংলাদেশকে অসংখ্য জয় উপহার দিয়েছেন রিয়াদ। চলতি বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রয়েছে।

কিন্তু সোমবার আফগানিস্তানের বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিতে দেখা যায় মাহমুদউল্লাহকে। তাতেই দুঃশ্চিন্তায় পড়ে যান সবাই। পরে অবশ্য জানা যায় তিনি চোটে পড়েছেন। এদিন চোটের অস্বস্তির পরেও ২৭ রানের ইনিংস খেলেন রিয়াদ। কিন্তু ফিল্ডিংয়ের সময় তার মাঠে না থাকা দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল 

আর এ বিষয়ে বাংলাদেশের ফিজিও থিলান চন্দ্রমোহন জানিয়েছেন, ‘কাফ মাসলে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ। চোটটি খুব গুরুতর কিছু নয়। ‘গ্রেড ওয়ান’ ধরনের। আগামী কয়েক দিন বিশেষ পর্যবেক্ষণে থাকবে সে। বাংলাদেশের পরের ম্যাচে তাঁর খেলা নির্ভর করছে চোট সেরে ওঠার ওপর।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর