দলের সেরা স্পিনারকে দুষলেন আফগান অধিনায়ক


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জুন ২৫, ২০১৯, ০৩:০০ পিএম
দলের সেরা স্পিনারকে দুষলেন আফগান অধিনায়ক

রশিদ খান। নিঃসেন্দেহে বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা স্পিনারদের একজন। এবারের বিশ্বকাপে তার উপর আকাশচুম্বী প্রত্যাশা ছিল আফগান সমর্থকদের। কিন্তু তার কানাকড়িও পূরণ করতে পারেননি এই স্পিনার। কিপটে বোলিং করলেও উইকেট খরায় ভুগছেন তিনি।  

সম্প্রতি বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া এই ক্রিকেটার ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং-দলকে জেতানোর মতো কিছুই করতে পারেননি। তার আসল কাজ বোলিং। এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন মাত্র ৪টি।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে উইকেটের দেখা পাননি। ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারেই ১১০ রান দিয়ে বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড গড়েছেন। অলরাউন্ডার পরিচয় থাকলেও ৭ ম্যাচে করেছেন মাত্র ৮৮ রান। গড় ১২.৫৭। একটি ফিফটিও নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তো ফিল্ডিংয়েও হাত ফসকে বেশ কয়েকটি রান দিয়েছেন।

সবমিলিয়ে রশিদের পারফরম্যান্সে বেশ হতাশ আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব। বাংলাদেশের বিপক্ষে হারের পর তাই দলের সেরা স্পিনারের সমালোচনা করতে একটুও কার্পণ্য করেননি। এ অধিনায়ক বলেন, আমি কিছুটা হতাশ। রশিদ নিজেও ফিল্ডিং নিয়ে হতাশ। মাঠে তো তাকে একবার বেশ রাগান্বিতও দেখাচ্ছিল। আমি তাকে বলেছি, নির্ভার থেকে বোলিংয়ে মনোযোগ দিতে। কিন্তু সে ফিল্ডিংয়ের জন্যই এই ম্যাচে ছন্দ হারিয়ে ফেলেছে।

শুধু রশিদ নন, বাংলাদেশের বিপক্ষে হারের জন্য পুরো দলের বাজে ফিল্ডিংকে দায়ী করেছেন নাইব। তার মতে, ক্যাচ ড্রপ আর খারাপ ফিল্ডিংয়ে কমপক্ষে ৩৫টি রান বেশি দিয়েছে তার দল।

টস জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা দেখিয়ে আফগান দলপতি বলেন, ‘আমি টস নিয়ে খুশি। যদি আপনি ম্যাচের দিকে তাকান, দেখবেন কয়েকটি ক্যাচ মিস হয়েছে এবং বাড়তি কিছু রানও দিয়েছি আমরা। মিস ফিল্ডিংয়ের কারণে আমরা ৩০-৩৫ রান বেশি দিয়েছি। প্রথম দশ ওভারে আমরা বোলিংটাও ঠিকমতো করতে পারিনি।’

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর