৩১৪ রানের টার্গেটে খেলতে নেমে ১০ রানে অলআউট


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৯:৪৫ পিএম
৩১৪ রানের টার্গেটে খেলতে নেমে ১০ রানে অলআউট

শিরোনাম পড়ে অবাক হলেও এমনটাই ঘটেছে কুইবিউকা উমেনস টি-টোয়েন্টি লীগে। যেখানে টি-টোয়েন্টির সব রেকর্ড চুরমার করে ৩১০ রানে জয় পেয়েছে উগান্ডা নারী ক্রিকেট দল। 

বৃহস্পতিবার কিগালি শহরে কুইবিউকা উমেনস টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে উগান্ডা নারী ক্রিকেট দল। জবাবে খেলতে নেমে ১০ রানে অলআউট হয়ে যায় মালি নারী ক্রিকেটাররা।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন প্রোসকোভিয়া আলাকো এবং নাকিসুইয়া। ৫.৪ ওভারে তারা ৮২ রান করেন। নাকিসুইয়া ১৮ বলে ৩৪ বল করার পর রান আউট হয়ে যান। এর পরে আর কোনো ছাড় পায়নি মালির নারী ক্রিকেটাররা। পরে আলাকোকে সঙ্গে নিয়ে এক ঝোড়ো ইনিংস শুরু করেন রিতা মুসামালি। শেষ পর্যন্ত আলাকো ৭১ বলে ১৫টি চারে ১১৬ এবং রিটা ৬১ বলে করেন ১০৩ রান। দুই সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৩১৪ রান গড়তে সক্ষম হয় উগান্ডা। তাদের এই রানের জবাবে খেলতে নেমে মাত্র ১০ রানে অলআউট হয়ে যায় মালি ক্রিকেট দল।

গোনিউজ২৪/ এআর

খেলা বিভাগের আরো খবর