পাকিস্তান দলকে নিষিদ্ধের দাবিতে আদালতে রিট


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৩:২৪ পিএম
পাকিস্তান দলকে নিষিদ্ধের দাবিতে আদালতে রিট

বিশ্বকাপে বাজে অবস্থানে ৯২’র বিশ্ব চ্যাম্পিয়নরা। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটি মাত্র জয়ের মুখ দেখেছে দলটি। সবশেষ ভারতের বিপক্ষে বড় ব্যর্থতায় ক্ষুব্ধ দেশটির ক্রিকেট সমর্থকরা। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে টানা সপ্তম হারে (বিশ্বকাপ) হতাশা এতটাই কড়া রূপ ধারণ করেছে যে তা আদালত পর্যন্ত গড়িয়েছে।

জানা গেছে, পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধের দাবিতে এক ভক্ত আদালতে রিট করেছেন। তিনি তার আবেদন নির্বাচক কমিটিকেও বরখাস্তের আবেদন জানিয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা সিভিল কোর্টে ওই আবেদন দায়ের হয়েছে। গণমাধ্যমে আবেদনকারীর নাম প্রকাশ করা হয়নি। আবেদনে পাকিস্তান দলের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ ছাড়া ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিলুপ্তির আবেদনও রয়েছে আবেদনে। এরপর গুজরানওয়ালা আদালতের বিচারক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন।

জিয়ো নিউজ জানিয়েছে, আজ বুধবার লাহোরে পিসিবির বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকে টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

গোনিউজ২৪/এএটি
 

খেলা বিভাগের আরো খবর