আফগান ক্রিকেটারদের গুরুতর অভিযোগ প্রকাশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০২:৪২ পিএম
আফগান ক্রিকেটারদের গুরুতর অভিযোগ প্রকাশ

মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজয় বরণ করে আফগানিস্তান। ম্যাচটিতে নামার আগে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে। জানা যায়, ম্যাচের আগের রাতে ম্যানচেস্টারে এক রেস্টুরেন্টে মারামারি করেন আফগানিস্তানের ক্রিকেটাররা।

ম্যাচের আগের দিন খাওয়া-দাওয়া শেষে আনুমানিক রাত সোয়া ১১টার দিকে রেস্টুরেন্ট থেকে বের হন আফগান ক্রিকেটাররা। এ সময় আকবরস নামের রেস্টুরেন্টটির এক কর্মী তাদের পথরোধ করেন। প্রশ্ন ছুড়ে দেন, আগামীকাল খেলা অথচ এখন এখানে কি করছেন আপনারা? পরক্ষণেই সবার ভিডিও করতে উদ্যত হন তিনি। এতেই ক্ষ্যান্ত হননি। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার হুমকিও দেন।

এ কথা শোনার পরই উত্তেজিত হয়ে পড়েন আফগান ক্রিকেটাররা। ফলে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। এক ক্রিকেটার ওই কর্মীর ওপর চড়াও হন এবং মারতে এগিয়ে যান। সতীর্থদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তিনি বিরত থাকেন। অবশ্য সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টায় ম্যানচেস্টারের লিভারপুল রোডে রেস্টুরেন্ট কর্মীর সঙ্গে আফগান ক্রিকেটারদের বচসার রিপোর্ট পাওয়া যায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাই আমরা। এতে কেউ হতাহত হননি। কাউকে গ্রেফতারও করা হয়নি। তদন্ত চলছে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান। আগে ব্যাট করে ৩৯৭ রানের পাহাড় গড়েন ইংলিশরা। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করতে সক্ষম হন আফগানরা। ফলে ১৫০ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছেন স্বাগতিকরা।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর