সেরা ১০ বোলারের ২ জন বাংলাদেশি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ১০:৫৬ পিএম
সেরা ১০ বোলারের ২ জন বাংলাদেশি

৪৮ ম্যাচের বিশ্বকাপ আসরে এ নিয়ে ২৩টি ম্যাচ সম্পন্ন হয়েছে। আজ চলছে ২৪তম ম্যাচ। বলা চলে প্রায় মাঝপথে বিশ্বকাপ। তাই এখন থেকেই ভাবা যায় কারা হতে পারেন এই আসরের সর্বোচ্চ ব্যাটিং এবং উইকেট সংগ্রহকারী প্লেয়ার। 

এ তালিকায় এসে যদি আমরা ব্যাটিংয়ের হিসাব ধরি। তবে সেখানে শীর্ষ বাংলাদেশ। আর বোলিংয়ে। এখনও কিন্তু পিছিয়ে নেই লাল-সবুজের সৈনিকরা। বোলিংয়েও সেরা দশে আছেন বাংলাদেশের দুই পেসার। মজার ব্যাপার হলো এই দশ জনেরর মধ্যে নেই কোন ভারতীয় বোলার।

তালিকায় কাল তিন উইকেট নিয়ে এই বিশ্বকাপে সেরা ৫ বোলারের তালিকায় উঠে এসেছেন সাইফউদ্দিন। কালকের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে শেষের ঝড় তুলতে না দেওয়া মোস্তাফিজও ৩ উইকেট নিয়ে চলে এসেছেন সেরা দশে।

এখন পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। সেরা দশে ভারতের কেউ নেই। সবার শেষে বিশ্বকাপ শুরু করায় ভারত এমনিতেই ম্যাচ কম খেলেছে। তার ওপর তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসেও গেছে। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে ১২ নম্বরে আছেন যুজবেন্দ্র চাহাল। অবশ্য সেরা দশে থাকা নিউজিল্যান্ডের দুই বোলারও ৩ ম্যাচ করে খেলেছেন। আবার এঁদের চেয়ে মাত্র এক ম্যাচ বেশি খেললেও ১৩ উইকেট মোহাম্মদ আমিরের।

ভারত তার বোলারদের কাছ থেকে এখনো সেরাটা পায়নি—এটাও সত্যি। বিশ্বকাপের আগে যদিও অনেকেই বলেছেন, ব্যাটিং নয়; এবার ভারতকে বিশ্বকাপ জেতাবে তাদের বোলিং। সময় এখনো পড়েই রইল। সামনের দিনগুলোতে এই তালিকায় অনেক অদল-বদল আসবে নিশ্চয়ই। তবে একটা বিষয় এখনই পরিষ্কার, এই বিশ্বকাপে রাজত্ব করবেন পেসাররাই। এখন পর্যন্ত সেরা দশের ৯ জনই পেসার, একমাত্র স্পিনার ইমরান তাহির।

দেখুন সে তালিকা


মোহাম্মদ আমির-১৩ উইকেট

মিচেল স্টার্ক-১৩ উইকেট

প্যাট কামিন্স-১১ উইকেট

জোফরা আর্চার ১০ উইকেট

সাইফউদ্দিন-৯ উইকেট

ফার্গুসনে-৮ উইকেট

মার্ক উড-৮ উইকেট

ইমরান তাহির-৮ উইকেট

হেনরি- ৮ উইকেট

থমাস-৭ উইকেট

মুস্তাফিজ-৭ উইকেট

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর